চীনের সেনাবাহিনীকে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি সতর্কতা দিয়ে বলেছেন, চীনের নিরাপত্তা ব্যবস্থা অস্থিতিশীল ও অনিশ্চয়তার মুখে।
মঙ্গলবার বেইজিংয়ে একটি সামরিক কেন্দ্র পরিদর্শনের সময় জিনপিং এই হুঁশিয়ারি দেন।
শি জিনপিং বলেছেন, ‘পুরো সামরিক বাহিনীকে তাদের সব শক্তি নিয়ে সবধরনের কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাদেরকে লড়াই এবং জয়ী হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’
তাইওয়ানসহ নানা ইস্যুতে আঞ্চলিকভাবে অস্থিতিশীলতার মধ্যে আছে চীন। বিশেষ করে তাইওয়ানে বর্তমান সময়ে মার্কিন আনাগোনা বেড়ে যাওয়ায় ক্ষিপ্ত বেইজিং। চীন চাচ্ছে এই স্বায়ত্তশাসিত অঞ্চলটিকে আরও বেশি কব্জাগত করতে।
সূত্র: স্কাই নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল