দোনেতস্কে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কাছে এক সেন্টিমিটার জমিও ছাড়বে না। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অঙ্গীকার করেছেন।
মঙ্গলবার রাত্রীকালীন ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, হানাদারদের (রুশ বাহিনী) কর্মকাণ্ড সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। প্রতিদিন তারা ডজনের বেশি আক্রমণ করছে।
জেলেনস্কি দাবি করেন, রুশ সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি বলেন, ‘ইউক্রেনীয় সেনারা দোনেতস্ক অঞ্চলে অগ্রসর হচ্ছে। আমরা আমাদের এক ইঞ্চি জমিও ছাড়ব না।’ সেপ্টেম্বরে রাশিয়া দোনেতস্কসহ ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে।
ইউক্রেনের প্রেসিডেন্ট এর আগে মঙ্গলবার মিসরে চলমান জলবায়ু সম্মেলনে (কপ২৭) এক ভিডিও বার্তায় যুক্ত হয়ে বলেন, তার দেশে রুশ আগ্রাসন বিশ্বের সরকারগুলোকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টা থেকে মনোযোগ ভিন্নমুখী করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘শান্তি ছাড়া কোনো কার্যকর জলবায়ুনীতি হতে পারে না।’ সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল