মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে ভোটে দেশটির ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির কেউই প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি।
ওয়াশিংটনে হোয়াইট হাউসে স্থানীয় সময় মঙ্গলবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
তখন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনে যেকোনো আসন হারানোই দুঃখজনক। এবারের ভোটে আমাদের দলের অনেক ভালো ভালো প্রার্থী জয় পাননি। ডেমোক্র্যাটদের জন্য এটি কঠিন একটি রাত (ফলাফল ঘোষণার রাত)। তবে আমি পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট।’
বাইডেন বলেন, ‘সংবাদমাধ্যমসহ অনেকেই বলেছিল এবারের মধ্যবর্তী নির্বাচনে দেশজুড়ে রিপাবলিকানদের ‘লাল ঢেউ’ বয়ে যাবে। তবে তেমনটা হয়নি।’
সূত্র : বিবিসি, আল-জাজিরা
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ