ইমরান খানকে দেখতে তার দুই ছেলে কাসিম ও সুলেমান খান লাহোরে এসেছেন। মা জেমিমা গোল্ডস্মিথের সঙ্গে তারা যুক্তরাজ্যে বসবাস করেন।
পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পিটিআই লাহোরের টুইটার অ্যাকাউন্ট থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
গত সপ্তাহে পাঞ্জাবের ওয়াজিরাবাদে লং মার্চে গুলিবিদ্ধ হন ইমরান খান। ইমরান খান নিরাপদ থাকায় সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ স্বস্তি প্রকাশ করেন।
ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলেকে লাহোরের প্রাদেশিক মন্ত্রী মিয়া আসলাম ইকবাল লাহোর বিমানবন্দরে রিসিভ করেন। এরপর দুই ছেলে বাবাকে দেখতে জামান পার্কে পৌঁছান। কাসিম ও সুলাইমান সর্বশেষ ২০১৬ সালে পাকিস্তানে এসেছিল।
লং মার্চে গুলিবিদ্ধ হওয়ার পর ব্রিটিশ টেলিভিশনে সাক্ষাৎকারে ইমরান খান বলেছিলেন, তার ওপর হামলার খবর শুনে তার ছেলেরা অত্যন্ত উদ্বিগ্ন ছিল। লাহোরের শওকত খানুম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ছেলে এবং সাবেক স্ত্রী জেমিমার সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল