খেরসনে রুশ সেনারা ফাঁদ পাতছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের এই কর্মকর্তার আরও অভিযোগ, খেরসনকে মৃতের শহরে পরিণতের চেষ্টা করছে মস্কো।
গার্ডিয়ানের খবর অনুসারে, রুশ প্রেসিডেন্টের হেড অফিসের উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এই টুইট বার্তায় বলেন, রুশ সেনারা বাসাবাড়ি, ড্রেনসহ সর্বত্র মাইন পুঁতে রাখছে। এছাড়া নিপ্রোহ নদীর ওপারে কামান তাক করে রেখেছে। খেরসন শহরকে তারা ধ্বংস করতে চাচ্ছে। খেরসনে রুশ সৈন্যবাহিনী লুণ্ঠন, হত্যা ও ফূর্তি করতে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর থেকে সকল রুশ সৈন্যকে সরে যাবার আদেশ দিয়েছে মস্কো। ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ অভিযান শুরু হবার পর থেকে এই খেরসন ছিল একমাত্র আঞ্চলিক রাজধানী যা রাশিয়া দখল করে নিয়েছিল।
পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনীয় বাহিনী তিন দিক থেকে খেরসনের দিকে তাদের অগ্রাভিযান অব্যাহত রেখেছে এবং শহরটির উত্তর-পূর্বদিকে কিছু এলাকা পুনর্দখল করেছে। এর মধ্যেই বুধবার মস্কো ঘোষণা করে, অব্যাহত ইউক্রেনীয় আক্রমণের মুখে তারা খেরসন শহর থেকে রুশ সৈন্যদের প্রত্যাহার করে নিচ্ছে। সূত্র: গার্ডিয়ান
বিডিপ্রতিদিন/কবিরুল