যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইন্দোনেশিয়ার বালিতে সোমবার সাক্ষাতে বসতে যাচ্ছেন। বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এটি হবে প্রথম সাক্ষাৎ।
জি-২০ সম্মেলন উপলক্ষে বাইডেন রবিবার বালিতে পৌঁছেছেন। শি জিনপিং আজ সোমবার সেখানে পৌঁছাবেন। এই দুইজন সর্বশেষ ২০১৭ সালে সাক্ষাৎ করেছিলেন। বাইডেন ওই সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
বিবিসির খবরে বলা হয়েছে, বাইডেন ইতোমধ্যে জানিয়েছেন, শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতে উভয় দেশের রেড লাইন প্রতিষ্ঠা করা হবে।
বাইডেনের একজন সহযোগী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের প্রতিযোগিতা যেন সংঘাতে না গড়ায়, সে বিষয়ে কথা বলবেন বাইডেন। এছাড়া বেইজিংয়ের মিত্র উত্তর কোরিয়া যেন পরমাণু অস্ত্র পরীক্ষা নিয়ন্ত্রণ করে সেটা নিয়েও কথা বলবেন তিনি। সাম্প্রতিক সময়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
বিডিপ্রতিদিন/কবিরুল