সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসাধারীরা বাবা-মায়ের ১০ বছর মেয়াদি ভিসার জন্য আবেদন করতে পারবেন। বিশেষ প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে। গোল্ডেন ভিসা প্রকল্পের সুযোগ-সুবিধার পরিধি সম্প্রসারণ করেছে সংযুক্ত আরব আমিরাত এবং তা কার্যকর করা হয়েছে ৩ অক্টোবর থেকে।
অ্যারাবিয়ান বিজনেস সেন্টারের অপারেশন ম্যানেজার ফিরোজ খান খালিজ টাইমসকে জানিয়েছেন, ১০ বছর মেয়াদি ভিসাধারী ব্যক্তির বাবা-মার জন্য আমরা ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা ইস্যু করছি। এর আগে এমন ক্ষেত্রে ১ বছর মেয়াদি ভিসা দেওয়া হতো।
ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এর একজন কাস্টমার কেয়ার এজেন্ট বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিরাত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, একজন প্রবাসী কর্মচারী পিতামাতাকে এক বছরের থাকার জন্য স্পনসর করতে পারেন। তার জন্য গ্যারান্টি হিসাবে ডিপোজিট পরিশোধ করতে হয়।
ফিরোজ খান জানান, প্রবাসীদের ক্ষেত্রে আমিরাতে অভিভাবকদের স্পনসর করার জন্য যে ডিপোজিট করা দরকার তা গোল্ডেন ভিসাধারীদের জন্য প্রযোজ্য নয়। তাদেরকে নিজ কনস্যুলেটের অনুমোদিত একটি নথি জমা দিলেই হবে যাতে উল্লেখ থাকতে হবে যে- তারা তাদের পিতামাতার একমাত্র তত্ত্বাবধায়ক।