ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সদ্য মুক্ত করা খেরসনে সফর করেছেন। গত শুক্রবার এই খেরসন থেকে সকল সৈন্য প্রত্যাহার করে রাশিয়া। এরপর ইউক্রেনীয় সেনারা খেরসনে প্রবেশ করে।
বিবিসির খবরে বলা হয়েছে, খেরসনে জেলেনস্কি সেনাদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ইউক্রেন সামনের দিকে অগ্রসর হচ্ছে। তার দেশ শান্তির জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।
গত সেপ্টেম্বরে খেরসনসহ ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু তার সেনারা খেরসনের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারল না।
আন্তর্জাতিক গণমাধ্যমে ইউক্রেন সেনাদের খেরসন পুনরুদ্ধারকে ‘ব্যাপক অর্জন’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল