ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। মঙ্গলবার সম্মেলন সামনে রেখে ইতোমধ্যে তিনি বালিতে পৌঁছেছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে দাবি করা হয়েছে, বালিতে পৌঁছানোর পর অসুস্থ হয়ে পড়েছেন লাভরভ। তাকে রিসোর্টের একটি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তা এবং মেডিকেল সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, লাভরভকে হৃদরোগজনিত রোগের চিকিৎসা প্রদান করা হয়েছে।
তবে রাশিয়া এই খবর ভিত্তিহীন বলে প্রত্যাখান করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, ইন্দোনেশিয়ায় আমি এবং লাভরভ খবরটি দেখে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছি না। ব্যঙ্গ করে তিনি বলেন, মনে হয়েছে তিনি (লাভরভ) হাসপাতালে ভর্তি হয়েছেন।
এই তথ্য ‘সর্বোচ্চ লেভেলের মিথ্যা’ উল্লেখ করে মারিয়া বলেন, বৈশ্বিক বিশেষ কিছুর জন্য অপেক্ষা করুন।
মারিয়া জাকারোভা শুধু এটা বলে ক্ষ্যান্ত হননি। টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি যেখানে সুস্থ লাভরভকে বসে থাকতে এবং টেবিলে কথা বলতে দেখা গেছে। ভিডিওটি কোনো হোটেলে ধারণ করা হয়েছে বলে মনে হয়েছে। এছাড়া রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাসের খবরে লাভরভের হাস্যোজ্জ্বল একটি সেলফি পোস্ট করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল