তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলায় নিহত বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ।
রবিবার স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটের দিকে ইস্তাম্বুলের তাকসিম স্কয়ার এলাকায় বিস্ফোরণ হয়। এ ঘটনায় প্রথমে ছয়জন নিহত হওয়ার কথা বলা হলেও ইতিমধ্যে সে সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে তিন বছরের এক শিশুও আছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮১ জন।
সোমবার ইস্তাম্বুল পুলিশ বলেছে, এ হামলার প্রধান সন্দেহভাজন হিসেবে এক সিরীয় নারীকে আটক করেছে তারা। ওই নারীই ঘটনাস্থলে বোমাটি রেখে গিয়েছিলেন।
পুলিশের বক্তব্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছেন বলে স্বীকার করেছেন। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আফরিন অঞ্চল দিয়ে তিনি তুরস্কে প্রবেশ করেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইস্তামবুলে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তুরস্ক যুক্তরাষ্ট্রের নিন্দা প্রত্যাখান করেছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সয়লু বলেন, তুরস্ক যুক্তরাষ্ট্রের সমবেদনা গ্রহণ করবে না। এছাড়া তুরস্কের কর্মকর্তারা বিবৃতিতে সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থনে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে সমালোচনা করেছে। অতীতে আঙ্কারা যুক্তরাষ্ট্রকে উত্তর সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণে অভিযুক্ত করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল