পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তাকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন প্রশাসনকে আর দায়ী করছেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে এক সাক্ষাৎকারে ইমরান খান এই মন্তব্য করেন।
চলতি বছরের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এর পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে বলে দাবি করেন তিনি। তবে পিটিআই প্রধান এখন বলছেন, ক্ষমতাচ্যুতির জন্য তিনি আর মার্কিন প্রশাসনকে দায়ী করবেন না।
সাক্ষাৎকারে ইমরান খান আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক প্রভু-ভৃত্যের মতো কিংবা প্রভু-ক্রীতদাসের মতো। আমাদের ভাড়া করা বন্দুকের মতো ব্যবহার করা হয়।
তবে এর জন্য যুক্তরাষ্ট্রের চেয়ে নিজেদের সরকারকে বেশি দায়ী করেন মন্তব্য করে ইমরান খান বলেন, ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে তিনি ‘মর্যাদাপূর্ণ’ সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল