ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার রুশ সেনাদের কাছ থেকে সদ্য মুক্ত করা অঞ্চল খেরসন পরিদর্শন করেন। গত শুক্রবার রাশিয়া অঞ্চলটি থেকে সৈন্য প্রত্যাহারের পর ইউক্রেনীয় সেনারা সেখানে প্রবেশ করে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে সাংবাদিকরা জেলেনস্কির খেরসন পরিদর্শন নিয়ে মন্তব্য জানতে চান। জবাবে পুতিনের ঘনিষ্ঠ সহযোগী পেসকভ বলেন, ‘কোনো মন্তব্য নেই, এটা রাশিয়ার অঞ্চল।’
খেরসনে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার দেশের সেনাদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ইউক্রেন সামনের দিকে অগ্রসর হচ্ছে। তার দেশ সব সময় শান্তির জন্য প্রস্তুত। আর শান্তি হলো-আমাদের দেশের সকল অঞ্চল, সীমানা ফিরে পাওয়া।
গত সেপ্টেম্বরে খেরসনসহ ইউক্রেনের চার অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু তার সেনারা খেরসনের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারল না।
আন্তর্জাতিক গণমাধ্যমে ইউক্রেন সেনাদের খেরসন পুনরুদ্ধারকে ‘ব্যাপক অর্জন’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল