আরও দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তুরস্কভিত্তিক গণমাধ্যম ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৯ বছর বয়সী একজন তরুণী আছে।
খবর অনুসারে, সোমবার দখলকৃত পশ্চিম তীর এবং তেলআভিভে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরের রামাল্লার কাছে সানা আল তালকে মাথায় গুলি করে হত্যা করা হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, একটি গাড়ি তাদের সেনাদের দিকে দ্রুত গতিতে ধাবিত হচ্ছিল। সিগন্যাল দেওয়া সত্ত্বেও গাড়িটি থামেনি বলে দাবি তাদের।
এদিকে পৃথক আরেক ঘটনায় ইসরায়েলি বাহিনী তেলআভিভে ‘আক্রমণকারী’ ভেবে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। পুলিশ তাৎক্ষণিকভাবে তার পরিচয় প্রকাশ করেনি। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন বাড়িয়েছে ইসরায়েল।
বিডিপ্রতিদিন/কবিরুল