পশ্চিমা সামরিক মিত্র জোট ন্যাটো প্রধান জেনস স্টোলটেনবার্গ বলেছেন, আসন্ন শীতে প্রেসিডেন্ট পুতিনের লক্ষ্য ইউক্রেনকে ঠাণ্ডা এবং অন্ধকারের ভেতর রাখা। জেনস স্টোলটেনবার্গ ইউক্রেনের খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহার নিয়েও কথা বলেন। তিনি বলেন, এটার মাধ্যমে ইউক্রেনীয় সেনাদের অবিশ্বাস্য সাহস ফুটে উঠেছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, ন্যাটো প্রধান জেনস স্টোলটেনবার্গ নেদারল্যান্ডসের হেগে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
জেনস স্টোলটেনবার্গ বলেন, রাশিয়াকে ছোট করে দেখার ভুল আমাদের করা উচিত হবে না। রুশ সেনাবাহিনীর যথেষ্ঠ সক্ষমতা আছে এবং অনেক সেনা আছে। তারা (রাশিয়া) ইউক্রেনের উল্লেখযোগ্য হারে ক্ষতি করার ইচ্ছা পোষণ করেছে, চরম নৃশংসতাও দেখিয়েছে।
পশ্বিমা সামরিক মিত্র জোটের এই প্রধান বলেন, আসন্ন মাসগুলো কঠিন হবে। পুতিনের লক্ষ্য ইউক্রেনকে ঠাণ্ডা এবং অন্ধকারে রাখা। আমাদের অবশ্যই সঠিক পথে থাকতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল