ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে শি জিন পিং বাইডেনকে তাইওয়ান নিয়ে সতর্ক করেছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, শি জিনপিং বাইডেনকে বলেছেন, ‘তাইওয়ান হলো চীনের রেডলাইন।’ এই রেডলাইন অতিক্রম না করতে বাইডেনকে সতর্ক করেছেন জিনপিং।
তাইওয়ান স্বশাসিত একটি উপদ্বীপ যা গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত। তবে চীন অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করছে। সাম্প্রতিক সময়ে শি জিন পিং বলেছেন, ‘জোরপূর্বক হলেও তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করবেন তিনি।’
তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানও কঠিন। প্রেসিডেন্ট জো বাইডেন অতীতে ‘চীন আক্রমণ করলে তাইওয়ানকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন।’ যদিও বাইডেনের এমন মন্তব্য পরবর্তীতে হোয়াইট হাউস প্রত্যাহার করে নিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল