ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর চিফ অব স্টাফের সঙ্গে তিনি টেলিফোনে আলাপ করেছেন। আলাপে বলেছেন, রাশিয়া সমঝোতা করতে চাইলে তাদেরকে অবশ্যই সকল দখলকৃত অঞ্চল ছেড়ে দিতে হবে। ইউক্রেনের এই কমান্ডার বলেন, তাদের লক্ষ্য রাশিয়ার দখলে থাকা সকল অঞ্চল মুক্ত করা।
ইউক্রেনের কমান্ডার জালুঝনি আরও বলেন, মার্কিন কমান্ডার জেনারেল মার্ক মিলিকে তিনি আরও বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী কোনো সমঝোতা, চুক্তি অথবা আপস মানবে না। সমঝোতার কেবলমাত্র একটি শর্ত– রাশিয়াকে দখলকৃত সকল অঞ্চল ছেড়ে চলে যেতে হবে।
মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফকে তিনি আরও জানান, যুদ্ধের ময়দানের অবস্থা স্থিতিশীল এবং ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার সদ্য মুক্ত করা অঞ্চল খেরসনে পরিদর্শন করেন। সেখানে গিয়ে তিনি বলেন, ইউক্রেন সামনের দিকে অগ্রসর হচ্ছে। ইউক্রেন শান্তির পথে রয়েছে। আর শান্তির পথ হলো, রুশ দখলে থাকা সকল অঞ্চল দখলমুক্ত করা। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল