ইউক্রেনের দক্ষিণ অঞ্চল (খেরসন) থেকে পিছু হটেছে রুশ বাহিনী। যুক্তরাষ্ট্র কিয়েভের জন্য নতুন করে বড় ধরনের সামরিক প্যাকেজ ঘোষণা করেছে। তবে দীর্ঘদিন ধরে ইউক্রেন ‘ধূসর ঈগল’ ড্রোন (গ্রে ঈগল ড্রোন) সরবরাহের দাবি জানিয়ে আসছে। ওয়াশিংটন ইউক্রেনকে এখন পর্যন্ত এই মরণাস্ত্র সরবরাহ করেনি।
যুক্তরাষ্ট্রের দুইজন কর্মকর্তা জানিয়েছে, ইউক্রেনকে কিভাবে ভয়ংকর ড্রোন সরবরাহ করা যায়, সেদিকে নজর দিচ্ছেন তারা।
‘গ্রে ঈগল ড্রোন’ চারটি হেলফায়ার মিসাইল বহন করতে পারে এবং ২৫ হাজার ফুট উচ্চতায় দীর্ঘ ৩০ ঘণ্টা উড়তে পারে। তবে ইউক্রেনের জন্য ঘোষিত সামরিক সহায়তা প্যাকেজে যুক্তরাষ্ট্রের এই বিধ্বংসী অস্ত্র থাকছে না। এই ড্রোন প্রযুক্তি যেন রাশিয়ার কাছে না পৌঁছায়, সে জন্য যুক্তরাষ্ট্র চাচ্ছে ড্রোনে কিছুটা পরিবর্তন আনতে। সূত্র: সিএনএন
বিডিপ্রতিদিন/কবিরুল