ইরাকের কুর্দি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। নির্বাসিত কুর্দিদের আস্তানা লক্ষ্য করে সোমবার এই হামলা চালানো হয়।
এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও আট জন।
ইরান থেকে ইরাকের কুর্দি শাসিত সুলিমানিয়ায় চালানো হামলায় আসলে কতোজন মারা গেছে তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। কুর্দিদের দাবি, এই হামলায় ৩ জন নিহত হয়েছে।
কুর্দি প্রশাসনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ইরানের রেভল্যুশনারি গার্ডও হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারা ‘সন্ত্রাসী’ বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে কুর্দি প্রধানমন্ত্রী। তার দাবি, এই হামলার মধ্য দিয়ে ইরান কুর্দিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।
সূত্র: ফ্রেঞ্চ টোয়েন্টি ফোর
বিডি প্রতিদিন/নাজমুল