ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলন চলছে। মঙ্গলবার এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশ্ব নেতাদের কাছে শান্তির জন্য ফর্মুলা তুলে ধরেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিশ্ব নেতাদের উদ্দেশে জেলেনস্কি বলেন, শান্তিরক্ষার প্রচেষ্টায় ইউক্রেন সর্বদা নেতা হিসেবে কাজ করছে এবং বিশ্ব সেটা দেখছে। রাশিয়া যদি যুদ্ধ শেষ চায় তাহলে কাজের মাধ্যমে প্রমাণ করুক। তিনি বলেন, আমরা রাশিয়াকে সময় দিব না, সেনা সমাবেশ করতে দিব না। এটা দিলে নতুন করে তারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করবে, বিশ্বকে অস্থিতিশীল করবে।
জেলেনস্কি বলেন, ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন সর্বপরি বিশ্বের শান্তির জন্য ইউক্রেনের ফর্মুলা আছে। শান্তি নিশ্চয়তায় সমাধানগুলো বাস্তবায়ন করা যেতে পারে।
শান্তির জন্য ইউক্রেনের প্রস্তাবগুলো হলো – তেজস্ক্রিয়তা রোধ এবং পারমাণবিক নিশ্চয়তা নিশ্চিত করা, বিদ্যুৎ নিরাপত্তা, সকল কারাবন্দীর মুক্তি, জাতিসংঘের সনদ বাস্তবায়ন, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, সকল রুশ সেনা প্রত্যাহার করা, ন্যায়বিচার কার্যকর করা, যুদ্ধের তীব্রতা রোধ করা, পরিবেশ দূষণ বন্ধ করা এবং যুদ্ধ সমাপ্তির জন্য সময় নির্ধারণ করা।
বিডিপ্রতিদিন/কবিরুল