ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ২০২১ সালের ফেব্রুয়ারি নয়, ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল ২০১৪ সালের গ্রীষ্মে। রোমানিয়ার রাজধানী বোখারেস্টে ন্যাটো দেশগুলোর মন্ত্রীপর্যায়ের বৈঠকে ন্যাটো প্রধান এই মন্তব্য করেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল ক্রিমিয়া দখল করে নিয়েছিল। ন্যাটো মহাসচিব ওই সময়কে ‘ইউক্রেন যুদ্ধের সূচনা’ হিসেবে উল্লেখ করেছেন।
ন্যাটো প্রধান স্টলটেনবার্গ বলেন, রাশিয়ার আক্রমণ মোকাবিলায় ন্যাটো অগ্রসরভাবে ভালোভাবেই প্রস্তুত ছিল। ৮ বছর আগেই গোয়েন্দা তথ্যের গুরুত্ব দেওয়া হয়েছিল।
পশ্চিমা সামরিক জোটের মহাসচিব বলেন, ইউক্রেনে ভ্লাদিমির পুতিন যেটা চেয়েছেন, ফলাফল ঠিক তার উল্টো হবে। রাশিয়ার সীমান্ত অঞ্চলে ন্যাটোর অধিক উপস্থিতি থাকবে। রাশিয়ার দুই প্রতিবেশী সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে অন্তর্ভুক্ত হওয়ার অগ্রসর পর্যায়ে আছে বলেও মন্তব্য করেন তিনি। বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল