৩ ডিসেম্বর, ২০২২ ১৯:২৫

বিরোধী নারী এমপিকে থাপ্পড়, তোলপাড় সংসদ

অনলাইন ডেস্ক

বিরোধী নারী এমপিকে থাপ্পড়, তোলপাড় সংসদ

ঘটনাটি আফ্রিকার দেশ সেনেগালের। সেখানে সংসদ অধিবেশন শুরু হওয়ার পরই বিরোধী নারী এমপিকে থাপ্পড়ের ঘটনা ঘটেছে। এতে দেশটির পার্লামেন্টে তুমুল হট্টগোল হয়। খবর বিবিসির। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার বাজেট উত্থাপন চলার সময় এক নারী এমপিকে চড় মারেন অপর এক এমপি। এ নিয়ে মারামারিতে জড়ান বেশ কয়েকজন। 

আল-জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার বাজেট উপস্থাপনার সময় বিরোধীদলীয় এমপি মাসাতা সাম্ব দেশটিতে ক্ষমতাসীন জোট বেন্নো বোক ইয়াকারের (বিবিওয়াই) এমপি অ্যামি এনদিয়ায়ে গনিবি-এর কাছে হেঁটে যান। এরপর কষিয়ে চড় মারেন। এর জবাবে অ্যামি একটি চেয়ার নিয়ে মাসাতা সাম্বের দিকে তেড়ে যায়। তাকে লক্ষ্য করে চেয়ারটি ছুড়েন। 

এই সময়ে আরেক আইনপ্রেণেতা অ্যামিকে লাত্থি মারে এবং তাকে মেঝেতে ফেলে দেয়। বাধ্য হয়েই পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। চলতি বছরের জুলাই থেকেই দেশটিতে বিরোধী ও ক্ষমতাসীন দলের এমপিদের মধ্যে চরম উত্তেজনা চলছে। ক্ষমতাসীন দল সংখ্যাগরিষ্ঠতা হারায় এই সংকট দেখা দেয়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর