তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, অস্ত্রধারী কুর্দিরা তুরস্কের বৈধ টার্গেট। আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
গত ১৩ নভেম্বর ইস্তামবুলের একটি সড়কে বোমা বিস্ফোরণে ৬ জন নিহত হয়। এই ঘটনায় সিরিয়া ও ইরাকে অবস্থান করা কুর্দি বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করে তুরস্ক।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কুর্দি (পিকেকে নামে পরিচিত) যোদ্ধাদের বিরুদ্ধে বিমান অভিযানের ঘোষণা দেন। সময় সুযোগ বুঝে তাদের বিরুদ্ধে স্থল অভিযানেরও কথা জানানো হয়।
আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, পিকেকে, পিওয়াইডি, ওয়াইপিজের যেকোনো এবং সকল স্থাপনা, চৌকিসহ সামরিক বিষয়াদি আমাদের জন্য বৈধ টার্গেট। কারণ, তারা সন্ত্রাসী সংগঠন। সীমান্ত রক্ষার জন্য আমরা তাদের পিছু নেই। তুরস্ক সিরিয়া কিংবা অন্য কোথাও রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্রের সেনাদের টার্গেট করে না বলেও মন্তব্য করেন তিনি। পিকেকেসহ বাকি সন্ত্রাসীরা নিজেদের রক্ষায় অতীতে যুক্তরাষ্ট্র এবং সিরিয়ার পতাকা ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল