২৬ ডিসেম্বর, ২০২২ ১২:২৮

ইসলামাবাদের বিলাসবহুল হোটেলে হামলা হতে পারে, সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

ইসলামাবাদের বিলাসবহুল হোটেলে হামলা হতে পারে, সতর্কবার্তা  যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, ইসলামাবাদে তাদের নাগরিকদের ওপর হামলা হতে পারে। এক নিরাপত্তা সতর্কতায় মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরকার তথ্য পেয়েছে, ছুটির সময় ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে আমেরিকানদের ওপর অজ্ঞাত ব্যক্তিরা হামলার পরিকল্পনা করছে।

বড় দিনের ছুটিতে পাকিস্তানে থাকা মার্কিন স্টাফদের জনপ্রিয় অথবা তারকামানের হোটেলগুলোয় যেতে নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। ছুটিতে ইসলামাবাদে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে সব কর্মীদের প্রতি আহ্বান জানায় মার্কিন মিশন। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর