মুদ্রাস্ফীতি সামাল দিতে হিমশিম খাচ্ছে আফ্রিকার দেশ মিশর। ফলে দেশটিতে তরতরিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। দেশটির মুদ্রার মান ক্রমান্বয়েই কমছে বলে জানিয়েছে মিশরের পরিসংখ্যান ব্যুরো।
গেল বছরের ডিসেম্বরে মিশরে মুদ্রাস্ফীতি ছিল ২১.৯ শতাংশ। ২০২১ সালের তুলনায় যা ৬.৫ শতাংশ বেশি। বিশেষজ্ঞরা বলছেন দেশটির অর্থনীতিতে ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে।
খাদ্য, ওষুধ, আবাসন ও আসবাবপত্রসহ মিশরে কিছু পণ্যের দাম নাগালের বাইরে চলে যাওয়ার দশা হয়েছে।
জানা গেছে প্রত্যেক মাসে মিশরে খাদ্য ও পানীয়ের দাম ৪.৬ শতাংশ করে বাড়ছে। রুটি, শস্য, দুগ্ধজাত দ্রব্য, সবজি ও মাংসের দামে বেশি প্রভাব পড়ছে।
এই অবস্থায় মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি ‘খুব কঠিন’ সময় আসছে উল্লেখ করে সরকার ও প্রশাসনের প্রতি আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল