ইউক্রেন শিগগিরই পশ্চিমা দেশগুলো থেকে আরও ভারী অস্ত্র পাবে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ রবিবার এই তথ্য জানিয়েছেন। ইউক্রেনজুড়ে যখন রাশিয়া ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তখন ন্যাটো প্রধান এই মন্তব্য করলেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, কিয়েভ দীর্ঘদিন ধরে ট্যাংকসহ ভারী অস্ত্রের জন্য চাপ দিচ্ছিল। কিন্তু ভারী অস্ত্র সরবরাহ করলে রাশিয়াকে উসকানি দেওয়া হতে পারে, এমন যুক্তি দেখিয়ে পশ্চিমা দেশগুলো বিরত ছিল।
স্টলটেনবার্গ বলেন, ভারী যুদ্ধাস্ত্রের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যুদ্ধের একটি সিদ্ধান্তমূলক পর্যায়ে আছি। সুতরাং ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করা অতি গুরুত্বপূর্ণ।এর আগে শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিট জানায়, ইউক্রেনকে চ্যালেঞ্জার–২ অত্যাধুনিক ট্যাংক দিতে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অন্যদিকে শিগগিরই ইউক্রেনের সেনাবাহিনীর ব্যবহারের জন্য ট্যাংক পাঠাবে ফ্রান্স ও পোল্যান্ড। ফিনল্যান্ড কিয়েভের হাতে ট্যাংক তুলে দেওয়ার পরিকল্পনা করেছে। গত বুধবার ইউক্রেনের লাভিভ শহরে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা। এ সময় তিনি আশা প্রকাশ করেন, পশ্চিমা মিত্রদের সহায়তার এসব ট্যাংক দ্রুতই ইউক্রেনের সেনাবাহিনীর হাতে আসবে। এসব যুদ্ধাস্ত্র রাশিয়ার হামলা প্রতিরোধ করতে ইউক্রেনের সেনাবাহিনীর শক্তি আরও জোরদার করবে।
বিডিপ্রতিদিন/কবিরুল