ইউক্রেন যুদ্ধ থেকে পালিয়েছেন ভাড়াটে সেনাদল দ্য ওয়াগনার গ্রুপের সাবেক কমান্ডার আন্দ্রে মেদভেদেভ। বর্তমান তিনি নরওয়ে পুলিশের কাছে আটক আছেন।
গার্ডিয়ানের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি নিজের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। খবরে বলা হয়েছে, গত শুক্রবার রাশিয়া থেকে পালিয়ে নরওয়ে যান ওয়াগনার গ্রুপের সাবেক কমান্ডার মেদভেদেভ। সীমান্ত পার হলে নরওয়ে পুলিশ তাকে আটক করে। তিনি নরওয়ে সরকারের কাছে আশ্রয় (অ্যাসাইলাম) চেয়েছেন।
গার্ডিয়ানের কাছে গত ২০ ডিসেম্বর এক সাক্ষাৎকারে মেদভেদেভ জানান, তিনি রাশিয়ার হয়ে ইউক্রেনের বাখমুতে ৭ অ্যাসাল্ড ডিট্যাচমেন্টের ৪ প্লাটুনে যুদ্ধ করেছেন। যুদ্ধের নৃশংসতা প্রত্যক্ষ করে তিনি ফ্রন্টলাইন থেকে পালানোর চিন্তা করেন। রাশিয়ার একটি মানবাধিকার সংগঠন তাকে নরওয়ে পালাতে সহায়তা করে। মেদভেদেভ প্রথম কোনো ওয়াগনার সৈন্য যিনি যুদ্ধ থেকে পালালেন।
গার্ডিয়ানের কাছে আলাপে তিনি জানান, ফ্রন্টলাইন থেকে ২০২২ সালের জুলাইয়ে পালিয়ে তিনি রাশিয়ার ভেতর লুকিয়ে ছিলেন। মেদভেদেভ বলেন, ওয়াগনার গ্রুপের অধিকাংশ সদস্য দাগী আসামিদের সমন্বয়ে গঠিত। র্যাঙ্ক শক্তিশালী করতে ওয়াগনার ৪০ হাজার দোষী আসামি নিয়োগ দিয়েছে।
মেদভেদেভ সাইবেরিয়ার একটি এতিমখানায় বেড়ে ওঠেন। ডাকাতির দায়ে তিনি ৪ বছর সাজাও খেটেছেন। তিনি বলেন, যুদ্ধে ইউক্রেনীয়দের ধরে নিয়ে কখনো সিঙ্গেল আবার কখনও একাধিক সেনা একসঙ্গে গুলি করে হত্যা করতো।
তিনি জানান, ইয়াভজেনি নুজহিন নামে হত্যায় অভিযুক্ত এক সৈন্য তার অধীন ছিল। ওই সেনা ইউক্রেনীয় সেনাদের কাছে আত্মসমর্পণ করে। পরে তাকে রাশিয়ার কাছে প্রত্যর্পণ করা হয়। কিন্তু রুশ কর্তৃপক্ষ মাথায় হাতুড়ি পেটা করে তাকে হত্যা করে। পলাতক মেদভেদেভও নিজের জীবনে একই পরিণতির আশঙ্কা করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল