২১ জানুয়ারি, ২০২৩ ১৭:০৮

ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মার্কিন নেভি সিলের সদস্যের ‍মৃত্যু

অনলাইন ডেস্ক

ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মার্কিন নেভি সিলের সদস্যের ‍মৃত্যু

ড্যানিয়েল সুইফট

ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মার্কিন নৌবাহিনীর কমান্ডো ইউনিট নেভি সিলের সদস্য ড্যানিয়েল সুইফট পূর্ব ইউক্রেনে নিহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী।

তবে নিহত ড্যানিয়েল সুইফট নেভি সিল থেকে পালিয়ে যাওয়া সদস্য। তিনি ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছেন। তিনি গত বুধবার মারা গেছেন। এর আগে তিনি রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারাত্মক আহত হন। 

গতকাল শুক্রবার মার্কিন পরারাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, “আমরা নিশ্চিত করতে পারি যে, ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে একজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন।” তবে এই বিবৃতিতে সুইফটের নাম উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, “আমরা নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে লাগাতার যোগাযোগে আছি এবং সম্ভাব্য সব ধরনের কন্স্যুলার সহযোগিতা দেয়া হচ্ছে। ভিক্টিম পরিবারের সম্মান রক্ষার জন্য এই কঠিন সময়ে এর চেয়ে আমরা বেশি কিছু বলতে পারছি না।”

আমেরিকার অরেগন অঙ্গরাজ্যের নাগরিক ড্যানিয়েল সুইফট ২০০৫ সালে মার্কিন নৌবাহিনীতে যোগ দেন এবং ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছেন। কথিত সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে অংশ নেয়ার জন্য তিনি পদক পেয়েছিলেন। ২০১৯ সালের মার্চ মাস থেকে তিনি মার্কিন বাহিনীতে ছুটি ছাড়া অনুপস্থিত রয়েছেন।

সূত্র : ওয়াশিংটন পোস্ট।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর