ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, একটি মুক্ত ইউক্রেন ছাড়া মুক্ত ইউরোপ হবে না। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে সম্মেলনে অংশ নিয়ে জেলেনস্কি এই মন্তব্য করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউরোপে ধূসর অঞ্চল (গ্রে জোন) থাকা উচিত নয়। আমাদের পুরো মহাদেশ ইউরোপীয় ভবিষ্যতের (ডেসটিনি) জন্য উন্মুক্ত হওয়া উচিত।
আল জাজিরার খবরে বলা হয়েছে, রাশিয়ার আক্রমণের প্রথম বার্ষিকীর দুই সপ্তাহ আগে ব্রাসেলসে এক শীর্ষ সম্মেলনে জেলেনস্কি এসব কথা বলেন। তিনি বলেন, ইউরোপের নিরাপত্তার জন্য ‘ঐক্য অপরিহার্য বিষয়’। এ সময় তিনি বলেন, মুক্ত ইউক্রেন ছাড়া একটি মুক্ত ইউরোপ কল্পনা করা যায় না। ইউরোপ স্বাধীন, এটা স্বাধীন থাকবে এবং ইউরোপ ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল