নিজেদের পরমাণু ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার প্রদর্শন করলো উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার রাতে রাজধানী পিয়ংইয়ংয়ে সামরিক বাহিনীর কুচকাওয়াজে এই ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা কেসিএনএনএ।
এর আগে, চলতি সপ্তাহের শুরতে কুচকাওয়াজে মোট ১১টি হোয়াসং-১৭ আন্তমহাদেশীয় ব্যালিস্টিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন।
হোয়াসং-১৭ ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার সবচেয়ে দূরপাল্লার ব্যালিস্টিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম আইসিবিএম (ইন্টারকন্টিন্টাল বা আন্তঃমহাদেশীয়) ক্ষেপণাস্ত্র এটি; অর্থাৎ এই ক্ষেপণাস্ত্র এক মহাদেশ থেকে অন্য মহাদেশের যে কোনো দেশে আঘাত হানতে সক্ষম। জানা গেছে, গত বছর এই ক্ষেপণাস্ত্র প্রস্তুত ও পরীক্ষা করেছিল উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। বুধবার প্রথমবারের মতো এটি প্রদর্শন করা হলো।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইওহা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেইফ-এরিক ইসলি রয়টার্সকে বলেন, বুধবারের এই কুচকাওয়াজ ও ক্ষেপণাস্ত্র প্রদর্শনী ছিল উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা প্রদর্শনের একটি কৌশল। কিম জং উন আসলে বলতে চেয়েছেন, তিনি কারো তোয়াক্কা করেন না এবং ভবিষ্যতে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে তার জবাব দেবে।
বিডি-প্রতিদিন/শফিক