গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আকাশে চীনের বেলুন শনাক্ত হয়। যুদ্ধবিমান দিয়ে মার্কিন সেনাবাহিনী এই বেলুন ভূপাতিত করে। এটা নিয়ে বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যে প্রেসিডেন্ট বাইডেন বললেন, তার দেশ চীনের সঙ্গে সংঘাত চায় না।
মার্কিন গণমাধ্যম পিবিএসে এক সাক্ষাৎকারে জো বাইডেন বলেন, আমরা চীনের সঙ্গে পরিপূর্ণ প্রতিযোগিতায় থাকছি। তবে আমরা সংঘাত চায় না। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অবস্থান এটা।
এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার কংগ্রেসে (স্টেট অব ইউনিয়ন) তার দ্বিতীয় বার্ষিক বক্তব্যে চীনের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কথা বলেন।
চীন প্রসঙ্গে জো বাইডেন বলেন, চীনের সঙ্গে প্রতিযোগিতায় আমরা সংঘাত চাই না। তবে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার্থে ওয়াশিংটন বেইজিংয়ের বিরুদ্ধে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বাইডেন বলেন, ‘এর আগেও স্পষ্ট করে বলেছি, চীন আমাদের সার্বভৌমত্বের হুমকি হলে দেশ রক্ষায় যা করা প্রয়োজন আমরা তা করব, অতীতেও করেছি।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বেলুনটি ধ্বংসের পর উভয় দেশের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে একটি ফোনালাপের আয়োজন করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু চীনের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়।
বেলুনটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় নজরদারি করছিল বলে সন্দেহ ওয়াশিংটনের। যদিও বেইজিংয়ের দাবি, বেলুনটি তারা বেসামরিক কাজে ব্যবহার করছিল। দুর্ঘটনাক্রমে বেলুনটি যুক্তরাষ্ট্রে চলে গেছে। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল