গত কয়েক দশকের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেছে। ভূমিকম্পের দু’দিনের বেশি সময় পেরিয়ে গেলেও উভয় দেশে ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মানুষ আটকে পড়ে আছেন। ধ্বংসাবশেষ আর আবর্জনার নিচে আটকে পড়া লোকজনকে জীবিত উদ্ধারের আশা সময়ের সাথে সাথে ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
এর মাঝে উদ্ধার তৎপরতায় প্রতিবন্ধকতা তৈরি করেছে হিমাঙ্কের নিচে কিংবা তার কাছাকাছি পর্যায়ের তাপমাত্রা। এছাড়া দেশ দুটি গৃহহীন হয়ে পড়া লাখ লাখ মানুষও ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন। এই অবস্থায় অসহায় তুরস্কের পাশে দাঁড়াচ্ছে তাইওয়ান।
নিজের এক মাসের বেতন তুরস্কের রিলিফ ফান্ডে দেয়ার ঘোষণা দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। শুধু তিনিই নয়, একই পথে হেঁটেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট উইলিইয়াম লাই। তিনিও এক মাসের বেতন তুরস্কের রিলিফ ফান্ডে প্রদান করেছেন। গুঞ্জন আছে যে, লাই আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন। ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক। বৈরী আবহাওয়া ও পর্যাপ্ত সরঞ্জামের অভাবে দেশটিতে বারবার উদ্ধার অভিযান ব্যর্থ হচ্ছে। ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কের নিকট সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বিশ্বের বহু দেশ ও ব্যক্তি।
বিডি-প্রতিদিন/শফিক