ইউক্রেনকে দ্রুত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য করতে আবেগঘন ভাষণ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তিনি ইইউর ২৭ দেশের নেতাদের সম্মেলনে এই ভাষণ দেন।
এ সময় ইইউ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, মুক্ত ইউক্রেন ছাড়া ‘মুক্ত ইউরোপ’ ভাবা যায় না। ইউক্রেনে রুশ আগ্রাসনের বর্ষপূর্তির আগে ব্রাসেলসে মিলিত হয়েছেন ইইউ নেতারা।
সম্মেলনে দেওয়া ভাষণে রুশবিরোধী যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতার জন্য ইইউকে ধন্যবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
জেলেনস্কি বলেন, নিরাপত্তার জন্য ইউরোপের ঐক্য হল মৌলিক বিষয়। মুক্ত ইউক্রেন ছাড়া একটি মুক্ত ইউরোপ ভাবা যায় না।
জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন একই মূল্যবোধ ধারণ করে। কিন্তু এই মূল্যবোধ ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে রুশ আগ্রাসনের কারণে।
তিনি বলেন, এ মুহূর্তে আমাদের ঐক্য, আমাদের স্বাধীনতার একটি জিনিস প্রয়োজন। একটি জিনিস ছাড়া সব কিছু ঠুনকো হয়ে যাবে। আর তা হল নিরাপত্তা।
তিনি বলেন, আমরা সবাই মস্কোর শাসকদের বিরুদ্ধে ইউরোপকে রক্ষা করছি। রাশিয়া চায় ইউরোপের স্বাধীনতা ধ্বংস করতে। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কালাম