চরম অর্থনৈতিক সংকটে পড়েছে এশিয়ার দেশ পাকিস্তান। আশঙ্কাজনক হারে কমে গেছে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এরই মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩ বিলিয়নেরও নিচে নেমে গেছে। বিগত ৯ বছরের মধ্যে বৃহস্পতিবার প্রথমবারের মতো দেশটির রিজার্ভ এই আশঙ্কাজনক পর্যায়ে নেমে গেছে।
স্টেট ব্যাংক অব পাকিস্তানের ৩ ফেব্রুয়ারি দেওয়া হিসাব অনুসারে, চরম আর্থিক সংকটে থাকা দেশটির বৈদেশিক মুদ্রার মজুত ১৭০ মিলিয়ন ডলার কমে গেছে। এখন এর পরিমাণ দাঁড়িয়েছে ২,৯১৬.৭ মিলিয়ন ডলার বা ২.৯২ বিলিয়ন ডলার।
পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে অর্থ চায়। এ নিয়ে কথাবার্তাও হয়েছে। তবে অত্যন্ত প্রয়োজনীয় এ অর্থ ছাড় এখনও হয়নি, আলোচনায় আটকে আছে।
আইএমএফের অর্থ ছাড় পেলে পাকিস্তানের পক্ষে অন্য উৎসগুলো থেকেও ঋণ পাওয়া সহজ হবে। আর এর ফলে দেশটির অর্থনীতিতে গতি আসতে পারে বলে মনে করা হচ্ছে।
স্টেট ব্যাংক অব পাকিস্তান বলেছে, ঋণ পরিশোধ করতে গিয়েই বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে।
এদিকে পাকিস্তানের বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.৬ মিলিয়ন ডলার কমে বর্তমানে ৫.৬২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর ফলে দেশের মোট নগদ বৈদেশিক রিজার্ভ হয়েছে ৮.৫৫ বিলিয়ন ডলার। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
বিডি প্রতিদিন/কালাম