ইউক্রেনে প্রবেশের আগে দুটি রুশ ক্ষেপণাস্ত্র রোমানিয়া এবং মলদোভার আকাশসীমা অতিক্রম করেছে। ইউক্রেনের একজন শীর্ষ কর্মকর্তা এই তথ্য জানানোর পর মলদোভার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনা নিশ্চিত করেছে। রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি।
মলদোভার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সকাল ১০টা ১৮ মিনিটে একটি ক্ষেপণাস্ত্র মলদোভা প্রজাতন্ত্রের আকাশসীমা অতিক্রম করে। প্রতিরক্ষা মন্ত্রণালয়, দেশের দায়িত্বশীল কর্তৃপক্ষ অঞ্চলের পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে বিবৃতিতে আকাশসীমা লঙ্ঘনের তীব্র নিন্দা জানানো হয়েছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনি বলেন, কৃষ্ণ সাগর থেকে উৎক্ষেপণ করা দুটি ক্যালিবার ক্ষেপণাস্ত্র মলদোভার আকাশসীমায় প্রবেশ করে। এরপর সেটি রোমানিয়ার আকাশসীমায় উড়ে যায়।
ইউক্রেনস্কা প্রাভদা গণমাধ্যম বিমান বাহিনীর মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছে, রাশিয়ার ওই ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার ক্ষমতা ইউক্রেনের ছিল। কিন্তু বিদেশের বেসামরিক নাগরিকদের বিপদে ফেলতে চায় না বলে তারা তা করেনি।
রাশিয়া এই ঘটনা নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল