তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান শুক্রবার জানিয়েছেন, তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ১৮ হাজার ৯৯১ জনে দাঁড়িয়েছে।
অন্যদিকে সিরিয়ান সিভিল ডিফেন্স বা হোয়াইট হেলমেট জানিয়েছে, সরকারবিরোধী নিয়ন্ত্রিত এলাকায় কমপক্ষে দুই হাজার ৩৭ জন মারা গেছে।
কর্মকর্তাদের মতে, সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকায় কমপক্ষে ১ হাজার ৩৪০ জন মারা গেছে।
তুরস্কে উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র ঠান্ডা, বৃষ্টি, যোগাযোগে বিপর্যয়সহ নানা সমস্যা। আশ্রয়, খাবার, পানি, জ্বালানি ও বিদ্যুতের অভাবে চরম দুর্দশায় রয়েছেন উপদ্রুত এলাকাগুলোর বেঁচে থাকা মানুষেরা। ফলে তাদের মধ্য থেকেও অনেকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিডিপ্রতিদিন/কবিরুল