জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর অবিলম্বে সিরিয়ায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ভূমিকম্প বিধ্বস্তদের মাঝে সহায়তা পৌঁছাতে এই আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের টুইটবার্তা অনুসারে, মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক সিরিয়ায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। সবার কাছে যাতে সহায়তা পৌঁছায় সেজন্য মানবাধিকার এবং মানবাধিকার বিষয়ক সকল বাধ্যবাধকতার প্রতি সম্মান জানানোরও আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে ফ্রন্টলাইনজুড়ে মানবিক সহায়তার অনুমোদন দিয়েছে সিরিয়া সরকার। বিগত ১২ বছর ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলছে।
গত সোমবার তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হনে। প্রতিবেশী সিরিয়াও এর তীব্র ধাক্কা লাগে। এতে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, জাতিসংঘের দল তুরস্ক ও সিরিয়ায় মাঠপর্যায়ে কাজ করছে। সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় বিষয়গুলো খতিয়ে দেখছে। জাতিসংঘের পক্ষ থেকে আড়াই কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল