রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের ফেডারেল অ্যাসেম্বেলিতে ভাষণ দিচ্ছেন। আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের একবছর পূর্তি হবে। এ কারণে পুতিনের ভাষণকে ‘গুরুত্বপূর্ণ’ মনে করা হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়েছে, কিয়েভের বাসিন্দারা বলছেন, রাশিয়ার প্রসিডেন্ট তার বক্তৃতায় ইউক্রেন সম্পর্কে কী বললেন, তা নিয়ে তারা চিন্তিত নয় ।
৬১ বছর বয়সী আনাতোলি তেরেশচেঙ্কো বলেন, ‘আমি পাত্তা দেই না। আমার ভয় পাওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই।’
ওলহা কোমারোভা (৬২) বলেন, তিনি আত্মবিশ্বাসী যে ইউক্রেন যুদ্ধে জিতবে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের পর তারা আরও বেশি আত্মবিশ্বাসী। এই নারী বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। মার্কিন প্রেসিডেন্ট এসেছেন। তার মানে আমরা নিরাপদ। আমরা অবশ্যই জিতব।’
আন্দ্রি কোটিল সামরিক বাহিনীতে কর্মরত। তিনি বলেন, তিনি অনলাইনে পুতিনের বক্তৃতা ফলো করবেন। তবে পুতিন যাই বলুক না কেন, এতে কিছু যায়-আসে না বলে মন্তব্য করেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল