এবার মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার বিষয়েই দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে মস্কোর মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রাসিকে ইউক্রেনের সেনাদের যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ করার অভিযোগে তলব করা হয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রের সেনা ও সামরিক উপকরণ তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে।
সোমবার ইউক্রেন সফর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সফরে তিনি ইউক্রেনকে আরও ৫০০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। বিষয়টিকে ভালোভাবে নেয়নি রাশিয়া।
সূত্র: মস্কো টাইমস
বিডি প্রতিদিন/নাজমুল