২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৩৮

৫১২ কেজি পিঁয়াজ বিক্রি করে কৃষকের লাভ ২ রুপি!

অনলাইন ডেস্ক

৫১২ কেজি পিঁয়াজ বিক্রি করে কৃষকের লাভ ২ রুপি!

প্রতীকী ছবি

ভারতের পিঁয়াজের বাজারে চলছে মন্দা। এতে মাথায় হাত স্থানীয় কৃষকদের। পরিস্থিতি এতটাই শোচনীয় যে, ৫১২ কেজি পিঁয়াজ বিক্রির পর এক কৃষক লাভ পেয়েছেন মাত্র ২ রুপি ৪৯ পয়সা।

ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের সোলাপুরের। শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি-সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

জানা গেছে, সোলাপুরের বরশি তহসিলে বসবাসকারী ৬৩ বছর বয়সী ওই কৃষকের নাম রাজেন্দ্র চ্যাভান। তিনি বলেন, “আমি সোলাপুরের একজন পিঁয়াজ ব্যবসায়ীর কাছে পাঁচ কুইন্টালের বেশি ওজনের ১০ ব্যাগ পিঁয়াজ বিক্রির জন্য পাঠিয়েছিলাম। কিন্তু লোডিং, পরিবহন, শ্রম এবং অন্যান্য চার্জ কাটার পরে, আমি মাত্র ২ রুপি ৪৯ পয়সা লাভ পেয়েছি।”

তিনি জানান, ওই ব্যবসায়ী তাকে প্রতি কুইন্টাল ১০০ রুপি করে দিতে চেয়েছিলেন। বস্তার ওজন দেওয়ার পর তাতে ৫১২ কেজি পিঁয়াজ হয়। পরে ওই ব্যবসায়ী তাকে ৫১২ রুপি দেয়।

ওই কৃষক বলেন, “শ্রমিক, ওজন, পরিবহন এবং অন্যান্য খরচের বিপরীতে ৫০৯ রুপি ৫১ পয়সা বাদ দেওয়ার পর আমি নিট মুনাফা পেয়েছি ২ রুপি ৪৯ পয়সা। এটি আমার এবং রাজ্যের অন্যান্য পিঁয়াজ চাষীদের জন্য অপমান। আমরা যদি এই ধরনের প্রতিদান পাই, তাহলে আমরা কীভাবে বাঁচব?”

তার পিঁয়াজের মান ভাল ছিল বলেও দাবি করেছেন চ্যাভান।

তবে ওই ব্যবসায়ী পাল্টা দাবি, অভিযোগকারী কৃষক চ্যাভানের পিঁয়াজের মান ভাল ছিল না।

তিনি বলেন, “ওই কৃষক মাত্র ১০ ব্যাগ নিয়ে এসেছিলেন এবং পণ্যগুলোও নিম্নমানের ছিল। সেজন্য প্রতি কুইন্টালে তিনি ১০০ রুপি পেয়েছেন। তাই সব খরচ বাদ দেওয়ার পরে তিনি ২ রুপি নিট লাভ হিসেবে পেয়েছেন।” সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টাইমস, ইন্ডিয়া হেরাল্ড

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর