আফ্রিকার দেশ নাইজেরিয়ায় প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচন শনিবার অনুষ্ঠিত হচ্ছে। আল জাজিরার খবর অনুসারে, সামরিক শাসন থেকে ১৯৯৯ সালে বেসামরিক শাসনে ফেরার পর আফ্রিকার সর্বোচ্চ জনবহুল দেশটির অনুষ্ঠিত এই নির্বাচন সবথেকে অবাধ নির্বাচন।
২০ কোটি জনসংখ্যার দেশ নাইজেরিয়ায় ৯ কোটি ৩০ লাখ মানুষ ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন করে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৮ কোটি ৭০ লাখ নাগরিকের স্থায়ী ভোটার আইডি রয়েছে। দেশটিতে ভোট দিতে এটা প্রধান প্রয়োজনীয় বিষয়। ১ লাখ ৭৬ হাজার ভোট কেন্দ্রের কয়েকটিতে বিচ্ছিন্ন সংঘর্ষ ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।
অফিশিয়াল ফল ঘোষণা করতে তিন থেকে পাঁচদিন লেগে যেতে পারে। তবে প্রেসিডেন্ট কে হবেন সেটা দ্রুতই জানা যাবে।
১৮ জন প্রার্থীর মধ্যে কেবল চারজনকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বর্তমান শাসক দল অল প্রগ্রেসিভ কংগ্রেস (এপিসি) এর বোলা টিনুবু, শীর্ষস্থানীয় বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টির আতিকু আবুবাকর, লেবার পার্টির পিটার ওবি এবং নিউ নাইজেরিয়া পিপলস পার্টির (এনএনপিপি) রাবিউ কোয়াঙ্কওয়াসো।
বিডিপ্রতিদিন/কবিরুল