দীর্ঘ প্রায় এক যুগ পর সিরিয়া সফরে গেছেন মিশরের কোনো পররাষ্ট্রমন্ত্রী। মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির এ সফর আরব দেশগুলোর সঙ্গে সিরিয়ার সম্পর্ক পুনঃস্থাপনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি। এ সময় তাকে স্বাগত জানান সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ হলে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। তা ছাড়া জনগণের ওপর আসাদ সরকারের দমন-পীড়নের কারণে তুরস্ক ও আরব দেশগুলোও দামেস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
এর আগে গতকাল রবিবার দামেস্ক সফরে গেছেন আরব দেশগুলোর সংগঠন আরব লীগের সদস্য দেশের পার্লামেন্টের স্পিকাররা। মনে করা হচ্ছে, সিরিয়াকে আবারও আরব লিগে অন্তর্ভুক্ত করা হবে।
এর আগে গত শনিবার বাগদাদে আরব দেশগুলোর ৩৪তম আন্তঃসংসদীয় ইউনিয়নের সম্মেলনে আরব লীগে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে ইরাক ও জর্দান। ২২ দেশকে নিয়ে গঠিত এই সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য দেশ সিরিয়ার সদস্যপদ এক দশকেরও বেশি সময় ধরে স্থগিত রয়েছে।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় মানবিক সহায়তা ও উদ্ধারকারী দল পাঠায় আরব দেশগুলো। এ ছাড়া প্রথমবারের মতো গত ৭ ফেব্রুয়ারি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। এর কয়েক দিনের মাথায় দামেস্ক সফরে গেলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
১৯৪৫ সালে যে ছয়টি দেশ মিলে আরব লীগ গঠন করেছিল সিরিয়া তার একটি।
সূত্র : আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বাজিত