১৪ মার্চ, ২০২৩ ১৩:১৫

ইউক্রেনের সঙ্গে শস্য রফতানি চুক্তির মেয়াদ বাড়াতে রাজি রাশিয়া

অনলাইন ডেস্ক

ইউক্রেনের সঙ্গে শস্য রফতানি চুক্তির মেয়াদ বাড়াতে রাজি রাশিয়া

প্রতীকী ছবি

কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেন থেকে শস্য রফতানি চুক্তির মেয়াদ বাড়াতে জাতিসংঘের প্রস্তাবে সম্মত হয়েছে রাশিয়া। এবার ৬০ দিনের জন্য এ মেয়াদ বাড়াতে চায় তারা।

সোমবার জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়ে সম্মতির কথা জানায় মস্কো।

গত নভেম্বরে ইউক্রেন থেকে শস্য রফতানি চুক্তির মেয়াদ এক দফা বাড়ানো হয়েছিল। আগামী ১৮ মার্চ তার মেয়াদ শেষ হবে। 

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিনের বরাতে রয়টার্স জানিয়েছে, বাস্তব অগ্রগতির শর্তে এবার মেয়াদ বাড়াচ্ছে তারা। তবে পরেরবার শুধু প্রতিশ্রুতি নয়, শস্য রফতানির বিষয়ে কাজের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে রাশিয়া।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেন থেকে শস্য রফতানি বন্ধ হয়ে যায়। তখন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে যায়, শুরু হয় খাদ্য সংকট। সংকট নিরসনে উদ্যোগ নেয় জাতিসংঘ ও তুরস্ক। তাদের মধ্যস্থতায় ইউক্রেনের শস্য রফতানির সুযোগ দিয়ে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা হয়।  

গত জুলাইয়ে সই হওয়া ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ (বিএসজিআই) নামের এ চুক্তির ফলে কৃষ্ণসাগরীয় বন্দরগুলো দিয়ে ইউক্রেনের শস্য রফতানি শুরু হয়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ চুক্তির আওতায় ইউক্রেন থেকে ২ কোটি ৪১ লাখ টনের বেশি শস্য রফতানি করা হয়েছে। তবে মস্কো বলছে, চুক্তির মূল সুবিধাভোগী ইউরোপের দেশগুলো। কারণ, ইউক্রেন থেকে রফতানি হওয়া শস্যের বেশিরভাগই গিয়েছে ওই অঞ্চলের দেশগুলোতে। অনুন্নত দেশগুলোতে এসব শস্যের খুব অল্পই পৌঁছেছে। সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর