ক্রেতার অতীত জীবনের রেকর্ড খতিয়ে দেখার পরই বন্দুক বিক্রি করার বিশেষ নির্দেশ জারি করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এমন একটি নির্বাহী আদেম ১৪ মার্চ প্রদান করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রায়দিনই বন্দুক সহিংসতায় প্রাণ ঝরছে অসহায় আমেরিকানদের। এমন নাজুক পরিস্থিতির অবসানে যথাযথ আইন তৈরির দাবিতে কর্ণপাত করছে না কংগ্রেস।
সেজন্যেই প্রেসিডেন্ট হিসেবে নিজের এখতিয়ার প্রয়োগ করলেন বাইডেন। কারণ, সামনের বছরের নির্বাচনের বৈতরণী পাড়ি দিতে হলে বন্দুক নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপের ছিল না বলে পর্যবেক্ষকরা মনে করছেন। এই নির্দেশ জারির ফলে আইন মন্ত্রী অর্থাৎ এটর্নী জেনারেল মেরিক গারল্যান্ড বিস্তারিত নির্দেশ দেবেন বন্দুক ব্যবসায়ীদেরকে।
অর্থাৎ ক্রেতার ব্যাকগ্রাউন্ড চেক করার আগে বন্দুক বিক্রি করা যাবে না। এমন একটি বিধির কথা বারবার বলে আসছিলেন প্রেসিডেন্ট বাইডেন। কিন্তু রিপাবলিকান শাসিত কংগ্রেস সাড়া দেয়নি।
আগে থেকেই ফেডারেল আইনে এই বিধি ছিল। কিন্তু স্টেট সমূহের ভিন্ন আইন দ্বারা তা বাস্তবায়িত করা সম্ভব হয়নি। এরফলে গুরুতর অপরাধে বারবার কারাভোগকারি ক্রিমিনাল, মানসিকভাবে অসুস্থরাও বন্দুক ক্রয়ে সক্ষম হয় এবং নির্বিচারে মানুষ হত্যা করছে। বন্দুক ব্যবসায়ীরা রাজনীতিকদের বড় অংকের চাঁদা দেন বিধায় কংগ্রেস তাদের ব্যবসায় মনিটরিংয়ের উদ্যোগ নিতে সাহসী হচ্ছিল না। মানুষের জীবনের চেয়ে ব্যবসায়ীগণের মুনাফাকে প্রাধান্য দেয়ার অভিযোগ রয়েছে অনেক বছর থেকেই। এর পরিসমাপ্তী ঘটালেন প্রেসিডেন্ট বাইডেন।
২০২০ সালে করোনায় লকডাউনে থাকার বছরে আমেরিকায় বন্দুকের গুলিতে প্রাণ ঝরেছে ৪৫ হাজার ২২২ জনের। ২০২১ সালে এ সংখ্যা বেড়ে ৪৮ হাজার হয়েছিল। গতবছর আত্মহত্যা ব্যতিত বন্দুকের গুলিতে নিহত হয়েছে ২০ হাজার জন।
বিডি প্রতিদিন/হিমেল