১৮ এপ্রিল, ২০২৩ ১৫:৫৪

সুদানে ২৪ ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণা আরএসএফের, সেনাবাহিনী বলছে জানে না

অনলাইন ডেস্ক

সুদানে ২৪ ঘণ্টার অস্ত্রবিরতি ঘোষণা আরএসএফের, সেনাবাহিনী বলছে জানে না

সুদানে বিবাদমান উভয়পক্ষ ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করছে

বেসামরিক নাগরিক এবং আহতদের সরিয়ে নিতে ২৪ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে সুদানের প্যারা মিলিটারি আরএসএফ। সংস্থার প্রধান হামদান দাগালো এক টুইট বার্তায় এই তথ্য জানিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে আলাপ এবং বন্ধু রাষ্ট্রসমূহের আহ্বানে এই পদক্ষেপে তারা সম্মত হয়েছেন। 

তবে  র‌্যাপিড সাপোর্ট ফোর্স তথা আরএসএফ প্রধান সুদানের সেনাবাহিনীর অস্ত্রবিরতি পালনের মনোভব নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘শহরে তাদের যুদ্ধবিমানের ব্যবহার  আন্তর্জাতিক মানবাধিকার আইনের ঘোর লঙ্ঘন।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের সঙ্গে তিনি আলোচনা অব্যাহত রাখারও ঘোষণা দেন।

এদিকে সুদানের সেনাবাহিনী জানিয়েছে, অস্ত্রবিরতি নিয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, মধ্যস্থতাকারীদের কোনো ধরনের সমন্বয় কিংবা আন্তর্জাতিক সম্প্রদায়ের ২৪ ঘণ্টা অস্ত্রবিরতি সম্পর্কে তারা অবহিত নয়। সেনাবাহিনী আরও বলেছে, ব্যাপক পরাজয় এড়াতে তারা (আরএসএফ) অস্ত্রবিরতিকে ব্যবহার করতে চায়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর