বিশ্বজুড়েই ভয়াবহ আকারে বাড়ছে দাবদাহ, খরা ও বন্যার মতো জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ। গত বছর ২০২২ সালে সেই মাত্রা পূর্বের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে।
জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের হিসেব মতে, ২০২২ সালে ইউরোপেই দাবদাহজনিত কারণে অন্তত ১৫ হাজার ৭০০ লোকের মৃত্যু হয়েছে।
সংস্থাটি বলছে, বিশ্বের নির্দিষ্ট কিছু স্থানে তিনটি গ্রিন হাউজ গ্যাস- কার্বনডাই অক্সাইড, মিথেন ও নিট্রোস অক্সাইডের মাত্রা ক্রমাগত বেড়ে চলেছে।
ফলে বাড়ছে উষ্ণতা। অ্যান্টার্কটিক অঞ্চলের বরফও গলছে রেকর্ড মাত্রায়।
গত আট বছরের মধ্যে ২০২২ সালে নতুন রেকর্ড গড়েছে বৈশ্বিক উষ্ণায়ন। ১৮৫০-১৯০০ সালের মধ্যে গড়ে ১.১৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বিশ্বের তাপমাত্রা।
বিডি প্রতিদিন/নাজমুল