৩ মে, ২০২৩ ২০:২৩

ক্রেমলিনে ড্রোন হামলার অভিযোগ: রাশিয়ার প্রকাশ করা ভিডিওতে যা দেখা গেল

অনলাইন ডেস্ক

ক্রেমলিনে ড্রোন হামলার অভিযোগ: রাশিয়ার প্রকাশ করা ভিডিওতে যা দেখা গেল

ক্রেমলিনের ওপর মনুষ্যবিহীন যান বিস্ফোরণের মুহূর্ত

মস্কোয় প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনে গত রাতে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করছে রাশিয়া। দেশটি বলেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ইউক্রেন এ হামলা করেছে।

রাশিয়ার সংবাদমাধ্যম আরটি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলায় ব্যবহৃত একটি ড্রোন বিস্ফোরণের মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রুশ এই সংবাদমাধ্যম।

ওই ভিডিওতে দেখা যায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন ক্রেমলিনের ওপর একটি বস্তু উড়ে গিয়ে আঘাত করছে। সঙ্গে সঙ্গে সেখানে আগুনের ফুলকি দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৯ সেকেন্ডের ওই ভিডিও প্রকাশ করে আরটি লিখেছে, ‘সন্ত্রাসী হামলায় ক্রেমলিনের ওপর মনুষ্যবিহীন যান বিস্ফোরণের মুহূর্ত।’

পুতিনের কার্যালয় জানিয়েছে, হামলার মুহূর্ত ক্রেমলিনের ক্যামেরায় ধরা পড়েছে। ক্রেমলিন এই ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে বলেছে, এই হামলায় দু’টি ড্রোন ব্যবহার করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন দুটো নিষ্ক্রিয় করে।

এদিকে ইউক্রেন রাশিয়ার অভিযোগ অস্বীকার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মুখপাত্র সেরহি নিকিফরোভ বলেন, ‘ক্রেমলিনে তথাকথিত ড্রোন হামলার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’ তিনি বলেন, ইউক্রেন নিজেদের ভূখণ্ড রক্ষায় তার সকল সক্ষমতা ব্যবহার করে, অন্যদের আক্রমণ করতে নয়। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর