ইয়েমেন থেকে লুট হয়ে যাওয়া দুর্লভ প্রত্নতাত্ত্বিক সম্পদ নিলামে তোলার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল।
লুট হয়ে যাওয়া প্রত্নসম্পদ সনাক্তকরণ বিষয়ক একজন ইয়েমেনের গবেষক বলেন, এসব দুর্লভ প্রত্নতাত্ত্বিক সম্পদ আগামী অক্টোবরে ইসরায়েল নিলামে তুলবে।
আব্দুল্লাহ মোহসেন নামে ইয়েমেনের এই গবেষক তার ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে বলেন, ইসরায়েল যেসব প্রত্নতাত্ত্বিক সম্পদের নিলাম করতে যাচ্ছে তার মধ্যে ব্রোঞ্জের একটি ফ্রেমে দুই তরুণ পুরুষের মুখমণ্ডল রয়েছে। তিনি বলেন, এসব প্রাচীন সম্পদের বিষয়ে ইসরায়েল এখনো বিস্তারিত জানায়নি।
লন্ডন থেকে প্রকাশিত আল-কুদস আল-আরাবিয়া পত্রিকা বলছে, ২০১৫ সালে সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত বিপুল পরিমাণে ইয়েমেনি প্রত্নসম্পদ লুটপাট ও চোরাচালান হয়েছে।
লুট হয়ে যাওয়া এ সমস্ত প্রত্নতাত্ত্বিক সম্পদের অনেকগুলো ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন শহরে নিলামে তোলার প্রস্তাব দেয়া হয়েছে।
সানাভিত্তিক আল-হুদহুদ গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, ১৯৯১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইয়েমেন থেকে ৪২৬৫টি প্রত্নসম্পদ চোরাচালান হয়েছে যার মধ্যে শুধু ২০২২ সালেই লুট হয়েছে ২৬১০টি পুরাকীর্তি।
সূত্র : ইয়েমেন প্রেস এজেন্সি।
বিডি-প্রতিদিন/বাজিত