রাশিয়াকে দক্ষিণ আফ্রিকা অস্ত্র সরবরাহ করেছে এমন কোনো প্রমাণ স্বাধীন তদন্তে পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের দাবিকে সরাসরি অস্বীকার করেছে ওই তদন্ত প্যানেল। মার্কিন রাষ্ট্রদূত দাবি করেছিলেন, কেপ টাউন থেকে গোলাবারুদ ও অস্ত্র বোঝাই করে নিয়ে গেছে রাশিয়ার জাহাজ।
রামাফোসা বলেছেন, এই ভিত্তিহীন অভিযোগ দক্ষিণ আফ্রিকার মুদ্রার মান ও সুনাম ক্ষুণ্ন করেছে।রামাফোসা এক টেলিভিশন ভাষণে দাবি করেছেন, রাশিয়ার জাহাজ দক্ষিণ আফ্রিকা থেকে অস্ত্র বোঝাই করে নিয়ে গেছে এমন কোনো প্রমাণ পায়নি তদন্ত প্যানেল। তিনি আরো জানান, অস্ত্র রফতানির কোনো অনুমোদন দেওয়া হয়নি, কোনো অস্ত্র রফতানি হয়নি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল