কানাডার অটোয়াতে একটি বিয়ের ভেন্যুতে গুলিতে দুইজন নিহত এবং ৬ জন আহত হয়েছে।
খবরে বলা হয়েছে, অনুষ্ঠানস্থলে দুটি বিয়ের অনুষ্ঠান চলছিল। হঠাৎ গোলাগুলি শুরু হয়। আগন্তুক অতিথিরা হতবিহ্বল হয়ে পড়েন। তারা নিরাপত্তার জন্য হামাগুড়ি দেন।
বিয়ের অনুষ্ঠানে আগত একজন অতিথি বলেন, এটা একটা বিশৃঙ্খল অবস্থা ছিল। মানুষ কোন দিকে দৌড়াবে সেটার কোনো ঠিক-ঠিকানা ছিল না। নিরাপত্তার জন্য চতুর্দিকেই দৌড়াচ্ছিল তারা।
নিকো নামে এই ব্যক্তি বলেন, হঠাৎ গোলাগুলি শুরু হয়। সাথে সাথে চিৎকার। এরপর গোলাগুলি থামে। এরপর আগের তুলনায় আরও গোলাগুলি হয়। সম্ভবত ১৫-১৬টির বেশি গুলি আমি যতটা মনে করতে পারি।
প্রত্যক্ষদর্শী একজন বলেন, পুলিশ আমাদের গাড়িতেই থাকার নির্দেশ দেয়। আমরা ঘটনাস্থল ত্যাগ করতে পারিনি।
অটোয়া পুলিশ কানাডার বৃহত্তম শহর টরন্টোয় ২৬ এবং ২৯ বছর বয়সী দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল