শপথ নিয়েই মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দিয়েছে গ্যাবনের সামরিক শাসক। তবে সেই নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তার দিনক্ষণ জানানো হয়নি।
আজই অন্তর্বর্তীকালী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সেনাবাহিনীর জেনারেল ব্রাইস ওলিগুই এনগুইমা।
গত বুধবার প্রেসিডেন্ট আলি বোঙ্গোকে পদচ্যুত করে গ্যাবনের ক্ষমতা দখল করে সেনাবাহিনী।
আলি পরিবার দীর্ঘদিন ক্ষমতায় থাকায় অতিষ্ট হয়ে উঠেছে গ্যাবনের জনগণ। তাদের অনেকেই তাই সামরিক শাসকদের স্বাগত জানিয়েছে। জেনারেল এনগুইমার শপথ অনুষ্ঠানেও অনেক সাধারণ নাগরিককে উল্লাস করতে দেখা গেছে।
ক্ষমতা নেওয়া জেনারেল জানিয়েছে, শিগগিরই একটি নতুন নির্বাচন আইন আনা হবে। নতুন প্যানেল কোড এবং নতুন সংবিধানের জন্য গণভোটের আয়োজন করা হবে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল